আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
উখিয়ার ব্যস্ততম স্টেশন কোর্টবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
২ জুলাই (শুক্রবার) রাত সাড়ে ১০টার দিকে কোটবাজার সংলগ্ন তচ্ছাখালী ব্রীজ থেকে তাকে আটক করা হয়।
আটককৃত যুবক হলদিয়াপালং ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার নুরুল আলমের ছেলে হামিদুল হক (২২)।
র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশনস্) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান পরিচালনা করলে র্যাব দেখে পালানোর প্রাক্কালে দৌড়ে তাকে আটক কর হয়। পরবর্তীতে আটককৃত যুবকের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা পাওয়া যায় এবং তার মোবাইলটি জব্দ করা হয়।
পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।
এদিকে, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-