বিশেষ প্রতিবেদক •
দেশ জুড়ে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন কার্যকরে টেকনাফেও মোড়ে মোড়ে পুলিশ। করোনা সংক্রমণ প্রতিরোধে টেকনাফ উপজেলা প্রশাসন লকডাউনের দুদিনে বৃহস্পতিবার ও শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ৪১টি মামলায় ৩৫ হাজার ৪শত টাকা অর্থদণ্ড করেছে।
পহেলা জুলাই বৃহস্পতিবার ভোর ৬টায় শুরু হওয়া সাতদিনের সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিনের শুরু থেকেই উপজেলা প্রশাসন, নৌ বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা উপজেলার বিভিন্ন পয়েন্ট ও সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেন। সকাল থেকেই উপজেলা প্রশাসনের দুইটি টিম লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করেছেন। লকডাউন চলাকালীন সময়ে জরুরী প্রয়োজন ছাড়া কেউ যেন ঘর থেকে বের না হয় সে বিষয়ে প্রচার প্রচারণা চালিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও পারভেজ চৌধুরী’র নেতৃত্বে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান সহ আইন শৃঙ্খলা বাহিনীর স্ব-স্ব ইউনিটের কর্মকর্তাগণের সমন্বয়ে আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ টিম টেকনাফ পৌরসভার বাস স্টেশন, শাপলা চত্বর, উপরের বাজার, লামার বাজার,গণি মার্কেট, লেঙ্গুঁর বিল রোড সহ সাবরাং বাজার এলাকায় লকডাউনের প্রথম দিন পহেলা জুলাই বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত কতৃক অভিযান পরিচালনা করেছেন। এ সময় লকডাউন অমান্য করে দোকান পাট খোলা রেখে স্বাস্থ্য বিধি অমান্য করে যানবাহন চালানোর অপরাধে ৩ টি মামলায় ১০হাজার ৪’শ টাকা অর্থদণ্ড করেছে।
অন্যদিকে, লকডাউনের প্রথম দিন পহেলা জুলাই বৃহস্পতিবার টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আবুল মনসুরের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম হ্নীলা বাজার ও সদর ইউপির বটতলী বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ২৫ টি মামলায় ১২ হাজার ৬’শ টাকা অর্থদণ্ড করেছে।
হ্নীলা ষ্টেশন বাজারে সড়কের দুই পার্শ্বে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক ফুটপাতের দোকান উচ্ছেদ করা হয়েছে। লকডাউনে স্ব্যাস্থ বিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে নির্দেশনাও প্রদান করেছেন । এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার (ওসি অপারেশন) খোরশেদ আলম ও হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।
শুক্রবার ২ জুলাই লকডাউনের দ্বিতীয় দিনে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও পারভেজ চৌধুরী নেতৃত্বে সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবুল মনসুর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ সহ আইন শৃঙ্খলা বাহিনীর স্ব-স্ব ইউনিটের কর্মকর্তাগণের সমন্বয়ে যৌথ টিম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে লকডাউন অমান্য করে দোকান পাট খোলা রেখে ও স্বাস্থ্য বিধি অমান্য করে যানবাহন চালানোর অপরাধে ১৩ টি মামলায় ১২ হাজার ৪শত অর্থদণ্ড করেছে টেকনাফ উপজেলা প্রশাসন। লকডাউন সর্বাত্মক কার্যকরে মোড়ে মোড়ে পুলিশের টিম রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-