এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া •
কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে আবিদ হোসেন নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের হাছিমার কাটা গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত আবিদ ওই গ্রামের মো. জাকারিয়ার ছেলে।
বিষয়টি সত্যতা নিশ্চিত করে কৈয়ারবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাসেল বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশ্ববর্তী পুকুরে পড়ে যায় শিশু আবিদ। পরে অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখা য়ায়।
এ সময় তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশু আবিদকে মৃত ঘোষনা করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-