মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
মোবাইল কোর্ট পরিচালনা করতে কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এ.কে.এম তারিকুল ইসলাম (৬৩২৭) এবং কক্সবাজার বিয়াম এর সহকারী পরিচালক পুরবিতা চাকমা-কে ম্যাজিস্ট্রেসী ক্ষমতা দেওয়া হয়েছে।
গত ৩০ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষন-২ শাখার উপসচিব আবু কায়সার খান স্বাক্ষরিত এক ১৬২ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে এ.কে.এম তারিকুল ইসলাম এবং পুরবিতা চাকমা সহ বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০৬ জন কর্মকর্তাকে The code of criminal procedure ১৮৯৮ এর ১০(৫) ধারা অনুযায়ী এই ম্যাজিস্ট্রেসী ক্ষমতা দেওয়া হয়।
ম্যাজিস্ট্রেসী ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তাগণ মোবাইল কোর্টের ২০০৯ এর ৫ ধারা মোতাবেক মোবাইল কোর্টের তফশিলভুক্ত আইনসমুহ মতে নিজ নিজ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ভৌগলিক এলাকায় তাঁর নির্দেশনা মতে ১ জুলাই হতে মোবাইল কোর্ট পরিচালনা করবেন।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের জারীকৃত কঠোর বিধিনিষেধের মধ্যে মোবাইল কোর্ট পরিচালনার জন্য এসকল কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-