গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী •
কঠোর লকডাউন থেকে শাটডাউনে প্রথম দিনে মহেশখালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট লকডাউন বাস্তবায়নে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রমনানের নেতৃত্বে যৌথ বাহিনীর টহল ছিলো দেখার মতন।
বৃহস্পতিবার (১ জুলাই) ভোর থেকে গোরকঘাটা টু জনতা বাজার সড়কে যাত্রীবাহী কোন গাড়ি দেখা মেলেনি। তবে মহেশখালী পৌর শহর গোরকঘাটা বাজার চৌরাস্তা মোড়ে মিউজিক গাড়ির উপস্থিত ছিল চোখে পড়ার মতো।
লকডাউন বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদলত পরিচালনা করেন। এসময় পুলিশ সহ যৌথ বাহিনীরা সদস্য উপস্থিত ছিলেন।
এদিকে, যান চলাচল নিয়ন্ত্রণে মহেশখালী থানা পুলিশের এস আই মনিষ সরকারের নেতৃত্বে পুলিশের কঠোর ভূমিকা লক্ষ্য করা গেছে। জরুরি প্রয়োজনে যারা সড়কে বেরিয়েছেন তাদের মুখোমুখি হতে হচ্ছে পুলিশের জিজ্ঞাসাবাদের। এছাড়াও তারা প্রায় প্রত্যেকটি গাড়ি চেক করার চেষ্টা করছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান বলেন, বিনা প্রয়োজনে কাউকে বের হতে দেওয়া হচ্ছে না। লকডাউন চলাকালে বিনা প্রয়োজনে কেউ বের হলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-