চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ডভ্যান-অটোরিক্সা সংঘর্ষে নিহত ১, আহত ৫

চট্টগ্রাম •


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরুমতি ব্রিজ এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিক্সার সংর্ঘষে একযাত্রী নিহত হয়েছেন। এসময় অটোরিক্সার চালকসহ আরো ৫ জন আহত হয়েছেন।

নিহত প্রিয়ম জলদাস (২৮) সাতকানিয়া ধর্মপুরের সুজিত জলদাসের ছেলে। আহতরা হলেন- রাউজান গুজরার দিপাল জলদাসের ছেলে তরুণ জলদাস (২৫), সাতবাড়িয়া হাছনদন্ডীর মৃত প্রিয় লাল জলদাসের ছেলে বিকাশ জলদাস (৪৫), কালা বাঁশি জলদাসের ছেলে সুজন জলদাস (৩০), বাবুল জলদাসের ছেলে খোকন জলদাশ (২৫)। তবে অটোরিক্সার চালকের পরিচয় পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) বরুমতি ব্রিজ সংলগ্ন পক্কিমার্কা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে বিজিসি ট্রাস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সেখানে থেকে তরুণ জলদাসকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, সকালে জেলেদের একটি দল পটিয়া উপজেলার শোভনদণ্ডী এলাকা থেকে বাড়ি ফেরার পথে বরুমতি ব্রিজ এলাকায় কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিক্সাটি দুমড়ে মুছড়ে গিয়ে পাশে থাকা রাস্তার পাশে পানিতে পড়ে যায়। এতে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫ জন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনায় কবলিত গাড়ি ২টি উদ্ধার করে। গাড়ির চালক ও হেলপার পলাতক রয়েছেন।

আরও খবর