স্টাফ রিপোর্টার, কুতুবদিয়া •
কুতুবদিয়ায় সাগর থেকে ভেসে এসেছে ৯টি মৃত গরু। গতকাল বুধবার (৩০ জুন) উপজেলার দক্ষিণ ধুরুং পুরাতন বাতিঘর সংলগ্ন সৈকতে মৃত গরুগুলো বিক্ষিপ্তভাবে পড়ে থাকে।
গরুগুলোর বেশিরভাগই পা রশি দিয়ে বাঁধা বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়। আরো অন্তত ১৫/২০ সাগরে ভাটার টানে চলে গেছে বলে স্থানীয় বাসিন্দা মুজিব উল্লাহ জানান।
বাতিঘর পাড়ার ইউনুছ মাঝি বলেন, বুধবার সকাল থেকে সৈকত জুড়ে একের পর এক জোয়ারের পানিতে মৃত গরু ভেসে আসে। সন্ধ্যা পর্যন্ত ৯টি গরু তারা দেখেছেন বলে জানান। মৃত গরুগুলোর অনেকটা অর্ধগলিত। ধারণা করা হচ্ছে গরু ভর্তি কোন নৌকা ডুবে সলিল সমাধি হয়েছে গরুগুলোর। যা কয়েকদিন আগের ঘটনা হতে পারে। মৃত গরুগুলো কাক, কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। দুর্গন্ধ ছড়াচ্ছে আশ-পাশে।
ওই এলাকার ইউপি সদস্য মোহাম্মদ হোছাইন বলেন, সৈকতে ভেসে আসা মৃত গরুগুলো পুঁতে ফেলার জন্য দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। দ্রুত ভেসে আসা এসব গরু পুঁতে ফেলার ব্যবস্থা করবেন বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-