বিলকিস মার্কেটের মালিক ছালেহ আহমদ সিকদার আর নেই

ইমাম খাইর :

কক্সবাজার শহরের লালদীঘিপাড়ের বিলকিস মার্কেটের মালিক ছালেহ আহমদ সিকদার (৬২) ইন্তেকাল করেছেন। (ইন্নলিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৩০ জুন) সন্ধ্যা সোয়া ৫টার দিকে জেলা সদর হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মরহুম ছালেহ আহমদ সিকদার তিন ছেলে ও ২ মেয়ে সন্তানের জনক। তার দুই মেয়ে ডাক্তার।

তার জানাজা বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ১০টায় চকরিয়ার বদরখালী কেন্দ্রিয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে।

মরহুমের নিকটাত্নীয় জিয়াউল করিম এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ৩ বছর আগে স্ট্রোক করেছিলেন শিল্পপতি ছালেহ আহমদ। দেশের বাইরেও নেয়া হয় তাকে। এরপর থেকে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। কয়েকদিন ধরে শ্বাসকষ্টে ভোগলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মরহুম পিতার মাগফিরাতের জন্য সবার দোয়া কামনা করেছেন বড় ছেলে হোসাইন মোহাম্মদ কাইফু।

আরও খবর