রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে ৩ টি দোকানে ২১ হাজার টাকা জরিমানা

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) •

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩০ জুন বুধবার দুপুরে করোনা ভাইরাস রোধ কল্পে সরকারের সিদ্ধান্ত মোতাবেক আন্তজেলা ও উপজেলার দোকান পাট গণপরিবহন বন্ধ থাকবে।

এই নিষেধাজ্ঞাকে অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধরায় পৌরশহরে মীম সু ষ্টোরের মালিক জাহাঙ্গীর আলমকে ১০ হাজার, রেনেসা মোবাইল মার্টের মালিক সঞ্জয় বসাককে ৫ হাজার এবং অনুপ টেলিকমের মালিক মাধুর্য বসাককে ৬ হাজার টাকাসহ মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত এবং মীম সুস্টোরের দোকানে সিলগালা করা হয়েছে।

আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি)ও এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা। এ সময় ভূমি অফিসের অফিস সহকারি এবং মোবাইল কোর্টের পেশকার সোহেব আলী ও আনসার সদসরা উপস্থিত ছিলেন।

আরও খবর