টেকনাফ পৌরসভার ৩৫ কোটি ৩৬ লাখ টাকার বাজেট ঘোষণা: রয়েছে নানামুখী পরিকল্পনা

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


অর্থ বছর ২০২১-২০২২ টেকনাফ পৌরসভা ৩৫ কোটি ৩৫ লক্ষ ৮০ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে।

৩০ জুন (বুধবার) বিকাল সাড়ে ৩ টার দিকে টেকনাফ পৌরসভার সম্মেলন কক্ষে আগামী অর্থ বছরের জন্য বিশাল অংকের এই টাকার বাজেট ঘোষণা করেন,মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম।

এই প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি ১০ লাখ ৮০ হাজার টাকা, উন্নয়ন খাতে ধরা হয়েছে ৩২ কোটি, ২৫ লক্ষ, টাকা এবং সার্বিক বাজেট উদ্ধৃত্ত ২ কোটি ৩৩ লক্ষ ৫৫ হাজার ৪ শত ৮৪ টাকা ৩৯ পয়সা।

বাজেট নিয়ে সাংবাদিক ও কাউন্সিলারদের সাথে উন্মুক্ত আলোচনায় বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেয়র।

বাজেটে আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন, টেকনাফ পৌরসভার সচিব মুহাম্মদ মহিউদ্দিন ফয়েজী ও হিসাব রক্ষক মোহাম্মদ সৈয়দ হোসেন।

এতে স্যানিটেশন, পানি সরবরাহ, যানজট, হাটবাজার ও পরিষ্কার পরিচ্ছন্নতা, ড্রেন ও রাস্তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর গুরুত্বপুর্ণ বক্তব্য তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে টেকনাফ পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম বলেন, টেকনাফ উপজেলা আগামী প্রজন্মদের জন্য একটি সম্ভবনাময় এলাকা এবং বিশ্বের শ্রেষ্টতম পর্যটন নগরী হিসাবে গড়ে উঠবে। পাশাপাশি সবার প্রচেষ্টা থাকলে টেকনাফ পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তরিত করতে আমরা সক্ষম হবো।
ইতিমধ্যে সকলের সহযোগিতায় অত্র পৌরসভাকে “এ” গ্রেডে উন্নতি করতে পেরেছি।

তিনি আরো বলেন, এই বাজেটে বিশেষ প্রকল্প হিসেবে বিভিন্ন সংস্থা কর্তৃক সাড়ে ২ কোটি টাকার পানি বিশুদ্ধকরণ, ডিপ টিউবয়েল, সেমিপাকা পায়খানা, রাস্তা, ড্রেন ও সড়ক বাতিসহ উন্নয়নের রুপরেখাকে আরো বেশী গতিশীল করার জন্য নানামুখি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প গুলোর বাস্তবায়ন সঠিক ভাবে সম্পন্ন হলে পর্যটন খ্যাত এই টেকনাফ পৌরসভা একটি দৃষ্টিনন্দন আধুনিক পৌরসভা হিসেবে রূপান্তরিত হবে।

সীমিত আকারের এই বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র আবদুল্লাহ মনির, ২নং ওয়ার্ড কাউন্সিলর আবু হারেছ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল বশর নুরশাদ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর এহেতেশামুল হক বাহাদুর, ৪নং ওয়ার্ড কাউন্সিলর হোসন আহমেদ,৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম মানিক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা আলম, দিলরুবা খানম, সহকারী প্রকৌশলী পরাক্রম চাকমা, স্থানীয় কয়েকজন গণমাধ্যম কর্মী।

উক্ত সভা পরিচালনা করেন অত্র পৌরসভার সহকারী প্রধান মোর্শেদুল ইসলাম।

আরও খবর