চকরিয়ায় একাধিক মামলার আসামী সন্ত্রাসী ইয়াসিন গ্রেপ্তার

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া •

কক্সবাজারের চকরিয়ায় ইয়াসিন আরাফাত মার্শাল (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত ১১টায় চকরিয়া পৌরশহরের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইয়াসিন আরাফাত উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পুকপুকুরিয়া এলাকার রুহুল কাদেরের ছেলে।

পুলিশ জানায়, ইয়াসিন একজন চিহিৃত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সাবমেরিন ক্যাবল লিঃ এর একজন অফিসারকে অপহরণ, মারামারি, উপজেলা ছাত্রলীগের সভাপতির উপর হামলা ঘটনাসহ আরো বেশ কয়েকটি মামলা রয়েছে।

চকরিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) সরওয়ার জাহান মেহেদী বলেন, দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ইয়াসিন পলাতক ছিল। সোমবার রাতে ইয়াসিন চকরিয়া পৌরশহরের একটি আবাসিক হোটেলে রুম ভাড়া নিয়ে অবস্থান নেয়ার গোপন সূত্রে খবর পেয়ে তাৎক্ষনাত পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ইয়াসিন একজন চিহিৃত সন্ত্রাসী।

তার বিরুদ্ধে সাবমেরিন ক্যাবল লিঃ এর একজন অফিসারকে অপহরণ, মারামারি, উপজেলা ছাত্রলীগের সভাপতির উপর হামলা ঘটনাসহ আরো বেশ কয়েকটি মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও খবর