টেকনাফে ইয়াবাসহ তিন পাচারকারী আটক

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


টেকনাফ থানা পুলিশের পুথক অভিযানে ইয়াবাসহ তিন পাচারকারী আটক হয়েছে।

আটককৃতরা হচ্ছে, পৌরসভা জালিয়াপাড়া এলাকার মৃত ইলিয়াছ’র পুত্র মো.শুক্কুর(২০), জামাল’র পুত্র মো.আব্দুল করিম(১৯), হ্নীলা ইউপি সিকদার পাড়া এলাকার সৈয়দ হোসেন’র পুত্র নুর হোসেন (৩১)।

এ অভিযান গুলোর সত্যতা নিশ্চিত করে ২৮ জুন(সোমবার) বিকালের দিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী,
অভিযান পরিচালনাকারী পুলিশের সদস্যরা টেকনাফ পৌরসভা ও হ্নীলা ইউনিয়নে মাদক বিরোধী পৃথক দুটি অভিযান পরিচালনা করে প্রায় তিন হাজার ইয়াবা উদ্ধার করে এবং মাদক পাচারে জড়িত তিন জন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

এরমধ্যে হ্নীলা থেকে আটক পাচারকারীর কাছ থেকে ২ হাজার, পৌরসভা দক্ষিন জালিয়া পাড়া এলাকা থেকে আটক হওয়া দুই পাচারকারী কাছ থেকে ৪৭০ পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরো বলেন, মাদক পাচারে জড়িত আটক তিন অপরাধীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যামে কারাগারে প্রেরন করা হয়েছে।

আরও খবর