কক্সবাজারে কর্মরত পুলিশের উপ-পরিদর্শক রানা ইয়াবাসহ আটক

জাগো নিউজ •

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকা থেকে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ মো. মাসুদ রানা নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (২৭ জুন) দুপুরে থানার পটিয়া ক্রসিং ভেল্লাপাড়া এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি করে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

মো. মাসুদ রানা কক্সবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) এসআই হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।

তিনি বলেন, ‘গতকাল (রোববার) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া এলাকায় একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে কক্সবাজার পিবিআইয়ে কর্মরত এক এসআইকে ইয়াবাসহ গ্রেফতার করে র‍্যাব। পরে একইদিন রাতে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করে র‍্যাব।’

ওসি দুলাল মাহমুদ আরও বলেন, ‘আজ (সোমবার) তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।’

আরও খবর