নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী খালের পানিতে ডুবে দুইজন শিশু মারা গেছে।
দুই শিশু হলেন- উপজেলার পালংখালী ইউনিয়নের ধামনখালী গ্রামের বাসিন্দা লাল মিয়ার শিশু কন্যা সুমাইয়া আক্তার (৭) ও একই এলাকার ছৈয়দ করিমের ছেলে মোহাম্মদ ফাহিম(৬)।
আজ রোববার বিকেল সাড়ে বিকেল ৬ টায় শিশু দুইটি লাশ পালংখালীর ধামনখালী খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন পালংখালী ইউপির চেয়ারম্যান এম.গফুর উদ্দিন ।
তিনি বলেন, আজ রোববার দিনের কোনো সময় শিশু দু’টি বাড়ি থেকে খেলতে বের হয়। তারা দুজন আপন মামাতো ও খালাতো ভাইবোন। খেলতে খেলতে খালের পাড়ে গেলে পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
বিকেলের দিকে খালের মধ্যে একটু দূরত্বে দুজনের দুটি লাশ ভাসছে দেখে স্থানীয় লোকজন। পরে লাশ দুটি উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ দুটি শনাক্ত করেছেন। থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-