কক্সবাজার প্রতিনিধি •
কক্সবাজার সমুদ্রসৈকতে খেলতে গিয়ে ইশরাত আবরার (১৬) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
সে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং শহরের গোলদিঘীর পাড়া এলাকার আমান উল্লাহর ছেলে।
রবিবার (২৭ জুন) সকাল ৮টায় কক্সবাজার সমুদ্রসৈকতের কবিতা চত্বর এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সৈকতে পর্যটক সেবায় নিয়োজিত বীচকর্মী মাহাবুব বলেন, রবিবার সকালে আবরারসহ ১৪ জন বন্ধু সাগরতীরের বালিয়াড়িতে খেলতে আসে। এক পর্যায়ে আবরারসহ দুই বন্ধু পানিতে নামে। এর মধ্যে স্রোতের টানে দুইজন ভেসে যায়।
পরে লাইভ গার্ডকর্মী ও অন্য বন্ধুরা একজনকে উদ্ধার করতে পারলেও আবরারকে উদ্ধার করতে পারেনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-