নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি •
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ জুন) সন্ধ্যায় এলাকাবাসীর সূত্রে খবর পেয়ে নাইক্ষ্যংছড়ির সদর ইউপির ৯ নং ওয়ার্ডের ভাল্লুক খাইয়া এলাকার টেকিবুনিয়ার ছড়ার গহীন পাহাড় থেকে পুলিশ পরিচয়হীন এই লাশ উদ্ধার করেন।
নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ( ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত একটি লাশ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কি ভাবে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে খতিয়ে দেখছেন।
তবে এখনো লেখা পর্যন্ত লাশের পরিচয় মেলেনি। রবিবার (২৭ জুন) সকালে এই গলিত লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-