টেকনাফে জালের ভেতরে মিলল একনলা বন্দুক ও গুলি: পালালো কারবারিরা

টেকনাফ প্রতিনিধি •

টেকনাফের হোয়াইক্যং নাফ নদীর বেড়িবাধ এলাকার জালের ভেতর থেকে একটি একনলা বন্দুক ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আজ শনিবার দুপুরের দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী বেড়িবাধ এলাকা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

রাত ১১টায় এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তিনি বলেন, শনিবার দুপুরের হোয়াইক‍্যং পুলিশ ফাঁড়ির দুজন কর্মকর্তা ওই স্থানে জমি সংক্রান্ত তদন্তের জন‍্য যাচ্ছিলেন। এ সময় দুজন স্হানীয় জেলে নাফনদী থেকে মাছ শিকার করে আসছিল। পুলিশ তাদেরকে কোথায় থেকে আসছে জিজ্ঞাসা করলে জাল ও মাছ ফেলে তারা দৌঁড়ে পালিয়ে যান। তখন সন্দেহ হলে ঘটনাস্থলে তল্লাশি চালালে জালের মধ্যে মোড়ানো অবস্থায় একনলা একটি বন্দুক এবং ১৩ রাউন্ড গুলি পাওয়া যায়। পালিয়ে যাওয়া ব্যক্তিদের সনাক্ত করার চেষ্টা করছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও খবর