নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার শহরের কলাতলীতে করোনা সংক্রমণ ঠেকাতে দেয়া নিষেধাজ্ঞা অমান্য করায় ৯৯ ব্রাইডাল হাউস নামে একটি কমিউনিটি সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (২৬ জুন) বিকেলে বিয়ের আয়োজনরত অবস্থায় তাদের এ জরিমানা করে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মুরাদুল ইসলাম।
তিনি বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে হোটেল-মোটেল জোনসহ আশপাশে নিষেধাজ্ঞা চলছে। ৫০ শতাংশ হোটেল-মোটেল খোলা হলেও সেগুলো শুধু সরকারি কর্মকর্তা বা আইনি সহায়তা নিতে আসা মানুষের জন্য। কিন্তু এ কমিউনিটি সেন্টারটি বিয়ের আয়োজন করছিল। তাই ওই কমিউনিটি সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই সঙ্গে আগামীতে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কোন ধরনের অনুষ্ঠান আয়োজন না করতে নির্দেশনা দেয়া হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-