গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফ থানায় কর্মরত পুলিশ সদস্যরা সাঁড়াশী অভিযান পরিচালানা করে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দীর্ঘদিন পলাতক থাকা মাদক মামলার এজাহারভুক্ত ১৭ জন আসামীকে আটক করেছে।
২৬ জুন (শনিবার) দিবাগত গভীর রাত থেকে সকাল পর্যন্ত অত্র উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটক আসামীরা হচ্ছে, টেকনাফ সদর ইউপি পশ্চিম ডেইল পাড়া এলাকার মমতাজ’র পুত্র মো. শাহজাহান(৩০), হোয়াইক্যং কাটাখালী এলাকার মৃত আব্দুল করিমের পুত্র সগির আহমদ (৫২),নুরুল আলমের পুত্র মো.রুবেল, কান্জরপাড়া এলাকার মৃত আব্দুল জাব্বার’র পুত্র মো. ইব্রাহীম (২৩), উলুবনিয়া এলাকার মো.আমির আলীর পুত্র আবদুল মজিদ, টেকনাফ সদর দক্ষিন কচুবনিয়া এলাকার মৃত হোসেন’র পুত্র আব্দুল করিম, সদর ইউপি মহেশখালীয়াপাড়া এলাকার খুইল্লা মিয়ার পুত্র আব্দুস সালাম ( ৩৫), মৃত নুর মোহাম্মদ’র পুত্র বাবুল মিয়া(৪১), কচুবনিয়া এলাকার মো.হোসেন প্রকিশ আবুল হোসেন’র পুত্র হাফিজুল্লাহ(৩০)। মৃত ইউসুফ’র পুত্র সিদ্দিক আহাম্মদ, মহেশখালীয়া পাড়া এলাকার ফরিদ আহামদ’র স্ত্রী মনোয়ারা বেগম (৩৯),
সাবরাং ইউপি শাহপরীরদ্বীপ ডাঙ্গরপাড়া এলাকার আব্দুর শুক্কুর’র পুত্র মো.জসিম উদ্দিন(৩৬),বেলু মিয়ার পুত্র আব্দুল করিম(৬৫), সদর ইউপি মিঠাপানির ছড়া এলাকার হাবিবুর রহমানের পুত্র আয়াত উল্লাহ।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী পুলিশে বেশ কয়েকটি দল পৃথক পৃথক ভাবে সাঁড়াশী অভিযান পরিচালনা করে মাত্ কয়েক ঘন্টার ব্যবধানে দীর্ঘদিন পলাতক থাকা মাদক মামলায় জড়িত চার্জসিটভুক্ত এই সমস্ত অপরাধীদের আটক করতে সক্ষম হয়েছে।
তিনি আরো বলেব মাদক পাচার প্রতিরোধ ও কারবারীদের ধরতে পুলিশের চলমান এ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-