ট্রাকের এয়ার সিলিন্ডার থেকে বেরিয়ে এলো দেড় কোটি টাকার ইয়াবা

চট্টগ্রাম •

চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালিয়ে দেড় কোটি টাকার ইয়াবাসহ দুজনকে আটক করেছে র‍্যাব। শনিবার এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নুরুল আবছার।

এর আগে, শুক্রবার রাতে উপজেলার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চর ফরিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কর্ণফুলী উপজেলার ঈদগাঁও কাঁচাবাজার এলাকার শফিকুর রহমানের ছেলে ফরহাদুর রহমান শাওন ও একই এলাকার মো. জমিরের ছেলে মো. তৌফিক।

এএসপি বলেন, ট্রাকে বিপুল পরিমাণ মাদক কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছিল- এমন সংবাদে চর ফরিদ এলাকায় চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে থামানোর সংকেত দেয়া হয়।

এ সময় ট্রাক থামিয়ে চালকসহ দুজন নেমে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে গাড়ির এয়ার সিলিন্ডারে সুকৌশলে লুকানো ৪৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য এক কোটি ৪৪ লাখ টাকা।

এএসপি নুরুল আবছার আরো বলেন, দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে তা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানান তারা। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর