কক্সবাজারে ছুরিকাঘাতে এক ব্যাক্তিকে হত্যা

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজার সদরের খুরুশকুলে নুরুল হক নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর মামুনপাড়ায় এই হত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তার স্বজনেরা। এই ঘটনায় নিহতের ছেলেও গুরুতর আহত হয়েছে।

মৃত নুরুল হকের চাচাতো ভাই জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধের ধরে পরিকল্পিত ভাবে হামলা করা হয়েছে। জুমার নামাজের পর স্থানীয় ফোরকান ও তার ছেলেরা বাড়িতে গিয়ে নূরুল হককে পেটে ও গলায় ছুরিকাঘাত করে। এসময় পিতাকে বাঁচাতে আসলে ছেলে নেজাম উদ্দীনকও ছুরিকাঘাত করে হামলাকারীরা।
ছুরিকাঘাতের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নূরুল হককে মৃত ঘোষণা করেন।

স্থানীয় চেয়ারম্যান জসিম উদ্দীন জানিয়েছেন, তাদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিলো। সেই বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছেন, নিহত নুরুল ইসলামের গলায় ও পেটো ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে নিহত নূরুল হকের ছেলে কিশোর নেজাম উদ্দীনের অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর