রোহিঙ্গাদের সাবান মজুদ করে বিক্রি: রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক •

উখিয়ার লাম্বাশিয়া বাজারে রোহিঙ্গাদের জন্য বরাদ্ধকৃত সাবান মওজুদ করে বিক্রির অভিযোগে একজনকে আটক করেছে ১৪ এপিবিএন পুলিশ সদস্যরা।

সূত্র জানায়, ২৫ জুন বিকাল পৌনে ৪টারদিকে লাম্বাশিয়া ইস্ট ১নং রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৪এপিবিএন পুলিশ সদস্যরা ক্যাম্প বাজারে অভিযান চালিয়ে রোহিঙ্গাদের জন্য বরাদ্ধকৃত বরাদ্ধকৃত সাবান অবৈধভাবে মওজুদ করে কালোবাজারে বিক্রির সময় হাতেনাতে ১০৪পিস এ্যাকটিভ সাবান ও ১০৬ পিস সূর্য সাবানসহ একই ক্যাম্পের ব্লক-জি/৪ এর বাসিন্দা মৃত কাশেম আলীর পুত্র মোঃ ইখলাস মিয়া (২০) কে আটক করে।

এই ব্যাপারে কক্সবাজার ১৪ এপিবিএন পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ নাঈমুল হক জানান, রোহিঙ্গাদের জন্য বরাদ্ধকৃত সাবান কালোবাজারে বিক্রির সময় হাতে-নাতে আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট ক্যাম্প আইসির মাধ্যমে আইনী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আরও খবর