মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
কক্সবাজারের রামু থানা পুলিশের অভিযানে ৮৫০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৪ টি মোবাইলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) বিকেল ৩:১০ মিনিটের সময় রামু থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল হোসেনের দিকনির্দেশনায় ও এসআই কামরুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস টিম মাদক বিরোধী এ অভিযান পরিচালনা করেন।
এসময় রামুর মন্ডলপাড়া স্বপ্নপুরী রাস্তার মাথা থেকে আব্দুল গণি (২৫), পিতা- নুর আহাম্মদ, সাং রাজারকুল ইউপি রামু, শফিউল্লাহ (৩৮), পিতা- নুরুল হক, সাং- দক্ষিণ ডিকপাড়া, পিএমখালী, মোঃ সাগর খান (২০), পিতা- জালাল আহমদ, সাং- নারকেল বাগান রাজারকুল ইউপি রামু, উভয়ের জেলা কক্সবাজার। পুলিশ জানান এসময় তাদের কাছ থেকে ৮৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক কারবারে ব্যবহৃত ৪ টি মোবাইল সেট উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য দুই লক্ষ ৫৫ হাজার টাকা। রামু থানার চৌকস পুলিশ কর্মকর্তা ওসি আনোয়ারুল হোসেন জনান মাদকের বিরুদ্ধে এ অভিযান চলমান আছে এবং থাকবে।
আটক ৩ মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-