উখিয়ায় আ’লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এম.এস রানা, কক্সবাজার জার্নাল •

বাংলাদেশ আওয়ামী লীগ। স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকীর দলটির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে রত্নাপালং ইউনিয়ন আওয়ামীলীগ।

১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়।

দিবসটি পালন উপলক্ষে রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগ বিভিন্ন কর্মসুচির আয়োজন করে। কর্মসুচির মধ্যে ছিল তবররুক বিতরণ, মিলাদ মাহফিল ও আলোচনা সভা।

গতকাল ২৩ জুন বিকালে কোটবাজারস্হ যুবলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসহাব উদ্দিন মেম্বার। সাধারণ সম্পাদক মোঃ আলমগীরের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য জননেতা আবুল মনছুর চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, রত্নাপালং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুরশেদ আলম, যুবলীগ নেতা এডভোকেট সাকু আলম, অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা যথাক্রমে বাবু দিপক বড়ুয়া, ডাঃ আবদুল আজিজ আজাদ, জিল্লুর রহমান, ডাঃ শামসুল আলম, মোঃ ইউনুস, আবদুল হক প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন কোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা বেলাল উদ্দিন।

আরও খবর