রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) •

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কাস্টম অফিসার রফিকুল ইসলাম (৭৫) গত ২৩ জুন রাতে বাধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল­াহি ওয়া — রাজিউন)।

বৃহস্পতিবার ২৪ জন সকাল ১০ টায় নেকমরদ আলিমউদ্দীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো শেষে ঐ মাঠেই তাঁর জানাযা নামাজ সম্পন্ন হয়। পরে তাকে পারিবারিক কোবরস্থানে দাফন করা হয়।

তিনি স্ত্রী, সন্তান সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রাণীশংকৈল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভির শোক প্রকাশ করেছেন।

আরও খবর