উখিয়া প্রতিনিধি •
কক্সবাজারের রামুতে অভিযান পরিচালনা করে ১০ হাজার পিছ ইয়াবাসহ ২ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫।
আটককৃতরা হলেন উখিয়ার মরিচ্যা গরু বাজার এলাকার মােঃ আবু সামার ছেলে মােঃ নুরুল মােস্তফা (২৬), ও পূর্ব মরিচ্যার জাফর আলমের ছেলে মােঃ হােসাইন (২১)।
বুধবার (২৩ জুন) সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটের দিকে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউপিস্থ চাইলাতলি বাজারের নাজির হােসেনের মুদি দোকানের সামনে থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, বুধবার (২৩ জুন) সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটের দিকে গােপন সংবাদের ভিত্তিতে মােটরসাইকেল যােগে উখিয়া হতে কক্সবাজারের দিকে ইয়াবা নিয়ে আসার খবরে পেয়ে উপরে বর্ণিত স্থানে অভিযান চালিয়ে দুজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল।
পরে আটকদের মােটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১০ হাজার পিছ ইয়াবা উদ্ধারসহ মােটরসাইকেলটি জব্দ করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, আটককৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজারের রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-