নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার বিমান বন্দরে দায়িত্বরত ১৪ এপিবিএন পুলিশ সদস্যরা বহির্গমন লাউঞ্জের ভেতর বসার জায়গায় অভিযান চালিয়ে ইয়াবা ও স্কচস হুইস্কিসহ দুই নারী-পুরুষকে আটক করেছে।
সুত্র জানায়, ২৩জুন সকাল সাড়ে ১১টায় কক্সবাজার বিমানবন্দরে দায়িত্বরত ১৪ এপিবিএন পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জের ভিতর সিভিল এভিয়েশনের বসার জায়গার পাশে অভিযান চালিয়ে ২০৮পিস ইয়াবা, স্কচস হুইস্কি ও নগদ দেড় লাখ টাকাসহ ঢাকা গাজীপুরের কালিয়াকৈর থানার মোল্যা পাড়া চান্দরার বাবুল মিয়ার মেয়ে এলিজা আক্তার (২৩) এবং টাঙ্গাইল জেলা সদরের রেজি:পাড়ার গোপাল চন্দ্র সাহার পুত্র পার্থ প্রতিম সাহা (৩৬) কে আটক করে। এরপর পার্থ প্রতিমের পাসপোর্টটি জব্দ করা হয়।
কক্সবাজার ১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মোঃ নাঈমুল হক জানান,অত্র ব্যাটালিয়নের এসআই (নিঃ) মোঃ নুরুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা, হুইস্কি, নগদ টাকা ও জব্দকৃত পাসপোর্টসহ ধৃতদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-