নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার শহরের পাহাড়ি এলাকা থেকে সাপ ধরে পাচারের অভিযোগে চার সাপুড়েকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২২ জুন) বিকালে তাদের জনপ্রতি ৫০০ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেন কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) নু-এমং মারমা মং।
দণ্ডপ্রাপ্তরা হলেন: ইয়াছিন আরাফাত, মো. সোহেল. মেহেরাজ ও মো. নাছিম। তাদের সবার বাড়ি কুমিল্লা জেলায়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমির রঞ্জন সাহা জানান, শহরের পূর্বলাইট হাউজস্থ হালিমা পাড়া পাহাড়ি এলাকা থেকে একদল সাপুড়ে সাপ ধরে নিয়ে যাচ্ছে; এমন খবরে দক্ষিণ বনবিভাগের লোকজন সেখানে যায়। এসময় চারটি সাপসহ চারজন সাপুড়েকে হাতেনাতে ধরা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই চার সাপুড়েকে জরিমানা ও কারাদন্ড দেন সদর এসিল্যান্ড।
এসময় বনবিভাগের কলতলী বিট অফিসার মো. সোহেল রানাসহ বনকর্মীরা উপস্থিত ছিলেন।
সোহেল রানা বলেন, সাপগুলো সন্ধ্যার দিকে দরিয়ানগর পার্কে অবমুক্ত করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-