কক্সবাজার-টেকনাফ সড়কে পৃথক দূর্ঘটনায় নিহত-৩

ইমরান আল মাহমুদ,উখিয়া •

কক্সবাজার-টেকনাফ সড়কের কোটবাজার ও
উখিয়া ডিগ্রী কলেজ এলাকায় পৃথক সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।

নিহতরা হলেন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকার হোছন আহমদ এর ছেলে মো. তারেক ও ধোঁয়াপালং গ্রামের আবদুল বারীর ছেলে আবু সওদাগর। উখিয়া ডিগ্রী কলেজ এলাকায় গাড়ির ধাক্কায় নিহত হন শিশু নাহিদুল ইসলাম।

মঙ্গলবার (২২জুন) দুপুরে কোটবাজার উত্তর স্টেশনে সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছে। এতে আরও ৫জন আহত হয়েছে। যার মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ও কোটবাজার অরিজিন হাসপাতাল থেকে এক মহিলাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী আমজাদ হোসেন ও সায়মুন জানান,উখিয়া থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস সিএনজি ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়। এতে দুটি সিএনজি ও একটি মাইক্রোবাসে থাকা সিএনজি যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে পুলিশ এসে গাড়ি জব্দ করে নিয়ে যায়। ততক্ষণে মাইক্রোবাসে থাকা চালক পালিয়ে যায় বলে জানান তারা।

আহতরা হলেন পূর্ব মরিচ্যা এলাকার সিএনজি চালক নুরুল আমিন, আবুল হোসেন,তুতুরবিল গ্রামের মো. হারুন(২৫), মোবারক(২২) ও সোনাইছড়ি এলাকার সাবিনা আক্তার(৩০)।

গুরুতর আহত সিএনজি চালক নুরুল আমিনের নিকটাত্মীয় জানান, কোটবাজারে সড়ক দূর্ঘটনায় নুরুল আমিনকে গুরুতর আহত অবস্থায় উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

উখিয়া স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রঞ্জন বড়ুয়া জানান, সড়ক দূর্ঘটনায় দুজন নিহত হয়েছে। গুরুতর আহত নুরুল আমিন ও আবুল হোসেন কে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদিকে উখিয়া ডিগ্রী কলেজ এলাকায় গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।

কক্সবাজারে চিকিৎসাধীন অবস্থায় আবু সওদাগরের মৃত্যু হয়।

উখিয়া হাইওয়ে পুলিশ কোটবাজার ঘটনাস্থলে এসে দূর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও সিএনজি উদ্ধার করে নিয়ে যায়।

আরও খবর