নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার জেলা পুলিশ সুপার মো: হাসানুজ্জামানের নির্দেশক্রমে উখিয়া থানা অফিসার ইনচার্জ আহাম্মদ মনজুর মোরশেদের নেতৃত্বে অফিসার ফোর্স ১৯ জুন বিকাল থেকে ২০জুন সকাল পর্যন্ত পৃথক পৃথক অভিযানে ওয়ারেন্ট ভুক্ত ১৯ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন উখিয়া থানা পুলিশ।
উখিয়া থানার ওসি পুলিশ পরিদর্শক আহাম্মদ মনজুর মোরশেদ বলেন. আমাদের শ্রদ্ধেয় পুলিশ সুপার মহোদয়ের সঠিক দিক নির্দেশনায় আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছি। তার’ই ধারাবাহিকতায় শনিবার বিকেল থেকে রাত ব্যাপি এই অভিযানগুলো সফলতার সাথে পরিচালনা করি।
এরই ধারাবাহিকতায় বিভিন্ন মামলায় ১৯ ওয়ারেন্ট ভুক্ত আসামী আটক করতে সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন,আমাদের এই অভিযান চলমান থাকবে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। অপরাধীরা যতোই শক্তিশালী বা ক্ষমতাধর হোকনা কেন তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবেনা বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-