ডেস্ক রিপোর্ট •
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৬০০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাইস্কুল রোড থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাট ইউনিয়নের সাপমারা গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. আনোয়ার, একই এলাকার সামছুল আলমের ছেলে আবুল বশর।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, আটকরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে কোম্পানীগঞ্জের কয়েকজন মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করে আসছিল। গতকাল শনিবারও তারা ইয়াবা বিক্রি করে চলে যান। পরে রোববার বিকেলে পুনরায় তারা ইয়াবা বিক্রি করতে কোম্পানীগঞ্জ আসেন। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ইয়াবাসহ আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক বলেন, আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-