টেকনাফ পুলিশের হাতে ইয়াবাসহ দুই পাচারকারী আটক!!
গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ দুই এক মাদক পাচারকারী ধরা পড়েছে।
এসময় তাদের কাছ থেকে ১০ হাজার ১শত পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
আটক পাচারকারীরা হচ্ছে, টেকনাফ সদর ইউপি বড় হাবিরপাড়া এলাকার মৃত আব্দুল মোনাফের পুত্র মো.শাকের(২৮), একই এলাকার মো.আমিনের পুত্র মো.কেফায়েত উল্লাহ(২২)।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার দায়িত্ব কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে টেকনাফ পৌরসভা ৯নং ওয়ার্ড শরীফ সড়ক এলাকা দিয়ে ব্যাটারীচালিত একটি টমটম যোগে দুই জন মাদক পাচারকারী ইয়াবার একটি চালান নিয়ে পৌর শহরের দিকে আসছে।
উক্ত সংবাদের তথ্য অনুযায়ী ২০ জুন (রবিবার) বিকাল ৪ টার দিকে এসআই মোহাম্মদ হোসাইন নেতৃত্বে পুলিশের একটি দল ঐ সড়কে অবস্থান নেয় এরপর টমটমটি তল্লাশী করে ১০,১০০ পিস ইয়াবা উদ্ধার করে মাদক পাচারে ব্যবহার হওয়া টমটমটি জব্দ করা হয় এবং উদ্ধারকৃত ইয়াবা গুলোর সাথে জড়িত শাকের ও কেফায়েত নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
তিনি আরো বলেন,আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে ২১ জুন(সোমবার) সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-