আলাউদ্দিন, লোহাগাড়া :
লোহাগাড়ায় ৮ হাজার পিস ইয়াবাসহ ৩ পাচারকারীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, কক্সবাজার পৌরসভা রুমালিয়ার ছড়া এলাকার মৃত শামশুল আলমের ছেলে মো. ইউনুছ (৩৭), টেকনাফ পৌর এলাকার জালিয়া পাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. নেজামুদ্দিন (২০) ও রামুর ফতেকার কূল চরপাড়া এলাকার মৃত মো. আলা উদ্দিন প্রকাশ আলমের ছেলে মো. আব্দুল্লাহ(২২)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার এস আই গোলাম কিবরিয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রামমূখি একটি মোটরসাইকেল থামিয়ে তাদের দেহ তল্লাশী করে । এসময় তাদের কাছ থেকো ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, আটককৃতদের বিরুদ্ধ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে গতকাল শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-