মহেশখালীতে পাহাড় ধ্বসে কিশোরের মৃত্যু!

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী •

মহেশখালীর হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া গ্রামে পাহাড় ধসে জোনাইদ (১০) নামে ১ কিশোরের মৃত্যু হয়েছে।

নিহত কিশোর হোয়ানক ইউনিয়নের হরিয়ার ছড়া পূর্বপাড়া জৈনিক গিয়াস উদ্দিন ও কাউছার বেগমের পুত্র।

১৯ জুন শনিবার সকালে জোনাইদ (১০) স্থানীয় মক্তবের পড়া শেষে সহপাঠীদের সাথে পার্শ্ববর্তী পাহাড়ের চুড়ায় খেলতে যায়।

এ সময় পাহাড় থেকে দৌড়ে নিচে নামার সময় পাহাড়ের মাটি ভেঙ্গে শরীরে মাটি চাপা পড়ে ঘটনাস্থলে দুপুর অনুমান ১টার সময় তার মৃত্যু হয়।

পাহাড় ধসে ১ কিশোরের মৃত্যু সংবাদ পেয়ে মহেশখালী উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন।

উল্লেখ্য, হোয়ানক ইউনিয়নে প্রায় ২ হাজারের অধিক মানুষ পাহাড়ের ঢালুতে বসবাস করছে এখনো। তাদের দ্রুত সরিয়ে না নিলে আরো ভয়াবহ দূর্ঘটনা ঘটতে পারে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।

আরও খবর