গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী •
মহেশখালীর হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া গ্রামে পাহাড় ধসে জোনাইদ (১০) নামে ১ কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত কিশোর হোয়ানক ইউনিয়নের হরিয়ার ছড়া পূর্বপাড়া জৈনিক গিয়াস উদ্দিন ও কাউছার বেগমের পুত্র।
১৯ জুন শনিবার সকালে জোনাইদ (১০) স্থানীয় মক্তবের পড়া শেষে সহপাঠীদের সাথে পার্শ্ববর্তী পাহাড়ের চুড়ায় খেলতে যায়।
এ সময় পাহাড় থেকে দৌড়ে নিচে নামার সময় পাহাড়ের মাটি ভেঙ্গে শরীরে মাটি চাপা পড়ে ঘটনাস্থলে দুপুর অনুমান ১টার সময় তার মৃত্যু হয়।
পাহাড় ধসে ১ কিশোরের মৃত্যু সংবাদ পেয়ে মহেশখালী উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্য, হোয়ানক ইউনিয়নে প্রায় ২ হাজারের অধিক মানুষ পাহাড়ের ঢালুতে বসবাস করছে এখনো। তাদের দ্রুত সরিয়ে না নিলে আরো ভয়াবহ দূর্ঘটনা ঘটতে পারে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-