চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১১

চট্টগ্রাম •

চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১১
চট্টগ্রামের কর্ণফুলীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ জুন) বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ১১ জন। তবে তাৎক্ষণিক হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।

তিনি বলেন, ‘পটিয়ামুখী একটি বিআরটিসি বাসের সঙ্গে ও বিপরীত দিক থেকে আসা মিনিবাসের সংঘর্ষ হলে আহতদের ঘটনা ঘটে। আহত অবস্থায় ১১ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও খবর