পুলিশের সঙ্গে গোলাগুলি, অস্ত্রসহ সন্ত্রাসী ‘বার্মা সাইফুল’ গ্রেফতার

চট্টগ্রাম •

চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

বুধবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার এশিয়ান হাইওয়ে লিংক রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের এডিসি (জনসংযোগ) শাহ মো. আব্দুর রউফ।

তিনি জানান, এশিয়ান ওম্যান ইউনিভার্সিটি গেট এলাকায় চেকপোস্টে পুলিশকে লক্ষ্য করে গুলি চালান বার্মা সাইফুল। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে সাইফুল গুলিবিদ্ধ হন। পরে একটি আগ্নেয়াস্ত্র, তিনটি গুলি ও তিনটি গুলির খোসাসহ তাকে গ্রেফতার করা হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এডিসি আরো জানান, এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সাইফুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে। এ ঘটনায় নতুন করে মামলা হয়েছে।

আরও খবর