চকরিয়া প্রতিনিধি •
কক্সবাজারের চকরিয়ায় মো. ফারুক (২৮) নামে এক ব্যাটারি রিক্সাচালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৭ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাহারবিল ইউনিয়নের জোলার পাড়ায় নির্মিতব্য রেল লাইনের উপর থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত রিক্সাচালক মো. ফারুক উপজেলার কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বারআউলিয়া নগর গ্রামের মো. নুরুল আলমের ছেলে।
এর আগে বুধবার রাত পৌনে ১২ টার দিকে স্থানীয় এক ব্য্যক্তি লাশ দেখে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়।
স্থানীয় লোকজন ও পুলিশের ধারণা, মধ্যরাতে কে বা কারা ভাড়ায় যাওয়ার অজুহাতে চালক ফারুকের রিক্সায় চড়ে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ছুরিকাঘাতে হত্যা করে।
চকরিয়া থানার উপ-পরিদর্শক সরোয়ার জাহান মেহেদি জানান, নিহত চালকের ডান পাশে ও বাম হাতে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। লাশের পাশ থেকে রক্ত মাখা ছুরি উদ্ধার করা হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মুহাম্মদ যুবায়ের বলেন, নিহত রিক্সাচালকের হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য সকালে মর্গে পাঠানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-