নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়ার মনখালী বিট অফিসের আওতাধীন চাকমাপাড়া ৯ নং ওয়ার্ডের গহীন জঙ্গল থেকে একটি বিশাল অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগের কর্মকর্তারা।
মঙ্গলবার (১৫জুন) বিকেল তিনটার দিকে অজগর সাপটি উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।
হোয়াইক্যং রেঞ্জের আওতাধীন মনখালী বিট অফিসার শিমুল কান্তি নাথ জানান, মঙ্গলবার বিকেল তিনটার দিকে চাকমা পাড়া গহীন জঙ্গল থেকে ৩৫ কেজি ওজনের ১৫ ফুট লম্বা একটি বিশাল অজগর উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অজগরটি বিট অফিসের আওতাধীন গর্জন বাগানের গহীন অরণ্যে ছেড়ে দেওয়া হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-