রোহিঙ্গার ঘরে নেশার বড়ির খনি, কিয়াটসহ মিলল ১৮ ভরি স্বর্ণালংকার

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাস্পের একটি ঘরের গর্ত থেকে তিন লাখের বেশি নেশার বড়ি, ১৮ ভরি স্বর্ণালাংকার, আড়াই লাখ টাকা ও পৌনে এক হাজার কিয়াট (মিয়ানমারের মুদ্রা) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটকৃতরা হলেন- উখিয়া বালুখালী ক্যাম্পের রোহিঙ্গা ছিদ্দিক আহমদের স্ত্রী আনোয়ারা বেগম, ওবায়দুল্লাহ ও ইয়াহিয়া।

১৪- এপিবিএনের অধিনায়ক এসপি নাঈমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বালুখালী ক্যাম্পে রোহিঙ্গা নারী আনোয়ারা বাড়িতে অভিযান চালায় এপিবিএনের বালুখালী পানবাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা। তার বসতঘরে গর্ত থেকে তিন লাখের বেশি নেশার বড় (ইয়াবা সদৃশ্য), ১৮ ভরি স্বর্ণালংকার, দুই লাখ ৫৮ হাজার ৫২০ টাকা ও ১২৩৫ কিয়াট (মিয়ানমারের মুদ্রা) উদ্ধার করা হয়।

এপিবিএন কর্মকর্তা আরো জানান, উদ্ধার করা তিন লাখ ২৩ হাজার ৩৭৫টি নেশার এমফিটামিন বড়ি অবিকল ইয়াবার মতো।

আরও খবর