নাইক্ষ্যংছড়িতে ৪০ ক্যান বিয়ার নিয়ে রোহিঙ্গাসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৪০টি বিয়ার, অটো চালক সহ এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

রবিবার ভোর রাতে উপজেলার ঘুমধুমের ঘোনার পাড়া আলুর মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০টি বিয়ার ক্যান ও একটি ব্যাটারি চালিত অটোরিক্সা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- উখিয়া উপজেলার কুতুপালং ১নং শরণার্থী ক্যাম্পের হেড মাঝি আব্দু শুক্কুরের অধিনস্থ এ-১নং ব্লকের হামিদ হোসেনের পুত্র আজগর আলী ওরফে মিজান (২৪) এবং টেকনাফ থানার হোয়াক্যং ইউনিয়নের আতুরবর ঘোনার আবু ছিদ্দিকের পুত্র অটোরিকশা চালক জাফর আলম (৪৯)।

পুলিশ জানায়, নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন এর দিক নির্দেশনা এবং সার্বিক তত্বাবধানে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মুখলেছুর রহমানের সঙ্গী ফোর্স এএসআই সাহাব উদ্দীন, সবুজ মিয়া, রবিউল হোসেন ও রাজীব চক্রবর্তীর একটি দল অভিযান চালিয়ে ঘুমধুম ৫নং ওয়ার্ড আলুর মাঠ নামক স্থান থেকে ৪০ ক্যান বিয়ার এবং ১টি পুরাতন অটোরিকশাসহ দুই ব্যাক্তিকে আটক করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর