ফ্রি ফায়ার খেলে প্রেম; ডেটে যেতে বাবার বাইক বিক্রি করে বিমানের টিকিট কিনলো কিশোরী

আন্তর্জাতিক ডেস্ক •

প্রেমিককে দেখতে বাবার বাইক বিক্রি করে প্লেনের টিকিট কিনলো এক কিশোরী। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার জাম্বিতে। খবর ল্যাটিন টাইমসের।

খবরে বলা হয়, অনলাইন গেম ফ্রি ফায়ার খেলতে খেলতেই একটি ছেলের সঙ্গে পরিচয় হয় ইন্দোনেশিয়ার জাম্বির এক কিশোরীর। তাদের সম্পর্ক নাকি ভালবাসায়ও পরিণত হয়। তারপর সেই তরুণকে দেখতে নিজের বাবার মোটরসাইকেল বিক্রি করে দেয় ওই কিশোরী। সেই টাকায় প্লেনের টিকিট কেনেন। ইন্দোনেশিয়ার ওই তরুণীর কাণ্ডে এখন উত্তাল নেটমাধ্যম।

খবরে আরও বলা হয়, ওই কিশোরী ভালবাসার মানুষটিকে দেখতে ব্যাকুল হয়ে ওঠে। কিন্তু তার সঙ্গে দেখা করতে গেলে তাকে বিমানে যেতে হবে। কারণ অনলাইনে যোগাযোগ হওয়া প্রেমিকের বাড়ি জাকার্তায়। তাই বিমানের টিকিটের টাকা জোগাড় করতে নিজের বাবার মোটরসাইকেলটি বিক্রি করে দেয় ওই কিশোরী।

জানা গেছে, ২০ মিলিয়ন রুপিয়াহ-তে সেই বাইকটি বিক্রি করে সে। যার দাম বাংলাদেশি টাকায় ১ লাখ ২০ হাজারের কাছাকাছি। এতকিছুর পরেও কিশোরীর স্বপ্ন পূরণ হয়নি। বাবার বাইক বিক্রি করতে পারলেও জাকার্তায় আর তার যাওয়া হয়নি তার। কারণ পরে প্রেমিকই ওই কিশোরীকে জানায় সে তার সাথে দেখা করতে চায় না।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, কিশোরী অনেকটা দিগভ্রান্ত এবং কান্নাকাটি করছে। সেসময় কিশোরীকে সান্ত্বনা দিতে দেখা যায় বিমানবন্দরের এক কর্মীকে। যখন তার কাছ থেকে জানতে চাওয়া হয় কী হয়েছে? তখন সেই কিশোরী তার প্রেমিকের সঙ্গে দেখা না হওয়ার ঘটনার কথা জানায়। তাই সে নাকি ভেঙে পড়েছে। তবে শেষ পর্যন্ত ওই কিশোরীর পরিবার বিমানবন্দরে এসে তাকে বাড়িতে নিয়ে যায়।

আরও খবর