সৌদির বাইরে থেকে এবারো হজে যেতে পারবেন না কেউ

অনলাইন ডেস্ক •

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে বাংলাদেশে থেকে এবারো কেউ হজে যেতে পারেন না বলে জানিয়েছে সৌদি আরব সরকার।

তবে দেশটিতে অবস্থানরত মুসলমানরাই কেবল হজ পালন করতে পারবেন।

এদিকে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য দেশের মুসলমানরা হজের উদ্দেশ্যে সৌদি আরবে গমন করতে পারবেন না।

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানায়, এ বছর সৌদিতে থাকা ৬০ হাজার মুসলমান হজ পালনের অনুমতি পাবেন। তবে গুরুতর কোনো রোগী হজ পালন করতে পারবেন না। এছাড়া হজে অংশগ্রহণকারীদের অবশ্যই ১৮ থেকে ৬৫ বছর বয়স হতে হবে। আর সৌদি সরকারের নিয়ম অনুযায়ী তাদের টিকাগ্রহণের সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।।

দেশটির সরকারের এ সিদ্ধান্ত অনুযায়ী ভ্রমণকারী ও অতিথি হাজিরাও হজ পালন করতে পারবেন।

উল্লেখ্য, আগামী মধ্য জুলাই থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ।

আরও খবর