মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ি এক অভিযান চালিয়ে ৬ টি মামলার দাগী আসামী মোঃ এহসান (২৫) কে গ্রেপ্তার করেছে।
শুক্রবার ১১ জুন বিকেল সাড়ে ৫ টার দিকে কক্সবাজার পৌরসভার আলীরজাঁহাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার শহরের বিজিবি ক্যম্প, বাস টার্মিনাল এলাকার শীর্ষ ছিনতাইকারী মোঃ এহসান (২৫) শহরের সাহিত্যিকা পল্লী’র মোঃ শফি ও মালেকা বেগমের পুত্র।
তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, অপহরন সহ মোট ৬ টি মামলা রয়েছে বলে শহর পুলিশ ফাঁড়ির সুত্রে জানা গেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-