গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফ থানা পুলিশের হাতে ২ কেজি গাঁজাসহ ধরা পড়েছে এক নারী মাদক ব্যবসায়ী।
আটক নারী হচ্ছে টেকনাফ পৌরসভা ২নং ওয়ার্ড পুরাতনপল্লান পাড়া এলাকার আব্দুর রহিমের স্ত্রী খুরশিদা বেগম (৪৫)।
অভিযানের বিস্তারিত বিষয় নিয়ে টেকনাফ মডেল থানার ইন্সেপেক্টর (তদন্ত) আব্দুল আলিম জানান, ১০ জুন (বৃহস্পতিবার) দিনগত গভীর রাতে গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে টেকনাফের সাবরাং ইউপির অন্তর্গত শাহপরীরদ্বীপ বাজার পাড়া সংলগ্ন হাফেজ আলীর বসত বাড়ির সামনে একটি গাঁজার চালান মিয়ানমারে পাচার করার উদ্দেশ্যে এক নারী অবস্থান করেছে।
উক্ত সংবাদের তথ্য অনুযায়ী, শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই যায়েদ হাসানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঐ এলাকায় অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ এ নারী মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।
তিনি বলেন, আটক গাঁজা ব্যবসায়ী খুরশিদা স্বীকার করেছে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গা থেকে গাঁজার চালান সংগ্রহ করে মিয়ানমারে উদ্দেশ্যে পাচার করে থাকে। তার সাথে আরো এক পুরুষ মাদক ব্যবসায়ী রয়েছে।
আটক নারীসহ দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-