কোপা আমেরিকার জন্য ২৮ সদস্যের দল ঘোষণা আর্জেন্টিনার, আছে বেশ কিছু পরিবর্তন

স্পোর্টস ডেস্ক •

কোপা আমেরিকার জন্য ব্রাজিলের পর এবার দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ২৮ সদস্যের দলে আছে বেশ কিছু পরিবর্তন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচ খেলতে না পারা গোলরক্ষক ফ্র্যাঙ্কো আরমানিকো স্কোয়াডে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। চোট কাটিয়ে দলে ফিরেছেন লুকাস আলারিও। বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে বাদ পড়েছেন চারজন।

হুয়ান ফয়েথ, লুকাস ওক্যাম্পোস, বুয়েন্দিয়া ও পালোমিনোকে রাখা হয়নি কোপা আমেরিকার দলে। আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির নের্তৃত্বে আছেন লাওতারো মার্টিনেজ, সার্জিও অ্যাগুয়েরো, আনহেল কোরেয়া ও নিকোলাস গঞ্জালেস।

আরও খবর