এম.এ আজিজ রাসেল •
শহরের বড় বাজারের পশ্চিম রাখাইন পাড়ায় ১০২ লিটার চোলাই মদসহ ১০ জনকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের চৌকস একটি টিম অভিযান চালায়।
অভিযানে মদ ব্যবসায়ী মীমাদু রাখাইন, উমে রাখাইন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ তারেক, মোহাম্মদ আব্দুল্লাহ, শাহআলম, বাসুদেব ধর, খোরশেদ আলম, নুরুল আলমকে আটক করা হয়।
এসময় তাদের হেফাজত হতে ১০২ লিটার দেশীয় তৈরী চোলাই মদ জব্দ করা হয়। ১নং আসামি মীমাদু রাখাইন এর বিরুদ্ধে ৪ টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত সকল আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-