কক্সবাজারে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৩শ ৬০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যাবসায়ীকে আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার ১০ জুন দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী।

আটককৃত আসামী হচ্ছেন, টেকনাফ পৌরসভার ৬ নং ওয়ার্ড কলেজ পাড়ার মোঃ ইসমাইল হোসেনের স্ত্রী ছেনোয়ারা বেগম।

শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ৬ নং ঘাট নুনিয়ারছড়া এলাকায় জোসনার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ছেনোয়ারা বেগমের হেফাজতে থাকা ১ হাজার ৩শ ৬০ পিস ইয়াবা জব্দ করে ডিবির চৌকষ টিম।

পরে আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরও খবর