রামুর মাদক কারবারি রহমান অবশেষে ধরা!

জাহেদ হাসান •


ছিলেন সিএনজির লাইনম্যান,পরে পরিবহণ ব্যবসা সাথে ইয়াবার জোয়ার হয়েছেন কোটি পতি সম্প্রতী প্রায় দেড় কোটি টাকা দিয়ে গর্জনিয়া বাজার ইজারা নেওয়া কোটি পতি আবদুর রহমান অবশেষে ইয়াবা সহ আটক।

বুধবার (৯ জুন) সকালে নাইক্ষংছড়ি এলাকায় ১০ হাজার ১৮৯ পিস ইয়াবা সহ আটক হন রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা এলাকার জামাল এর ছেলে আবদুর রহমান।

এলাকার মানুষের সাথে কথা বলে জানা গেছে,আবদুর রহমান কয়েক বছর আগেও সামান্য সিএনজির লাইনম্যান হিসাবে কাজ করতো পরে সেই পরিবহন ব্যবসার ফাঁকে জড়িয়ে পড়েন ইয়াবা পাচারে। অল্প সময়ে বনে যান ইয়াবাডন।চলাফেরা করে ব্র্যান্ডের পোষাক পরে দামী মোটরসাইকেল হাকিয়ে,বড় বড় নেতা ও ভিআইপিদের সাথে উঠাবসা তার, সবকিছুতে যেন বিলাশিতার ভাব। সর্বশেষ লোকসান দিয়ে প্রায় দেড় কোটি টাকা দিয়ে গর্জনিয়া কচ্ছপিয়া বাজার ইজারা নিয়ে আলোচনায় আসেন তিনি।এমনকি ইয়াবার টাকার গরমে ইউনিয়ন পরিষদ নির্বাচনে করার দৌড়ঝাঁপ চলছিল।

স্থাণীয়দের দাবী তার মাদক ব্যবসার সাথে আরো অন্তত ১৫ জন ইয়াবা ব্যবসায়ী জড়িত আছে তাদেরও দ্রত আইনের আওতায় আনা দরকার।

আরও খবর