নাইক্ষ্যংছড়িতে গাঁজা সহ উখিয়ার যুবক আটক

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে গাঁজা সহ এক ব্যাটারি চালিত টমটম চালককে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তি হলো উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড গয়ালমারা এলাকার রাজ্জাক আলীর পুত্র শফিক আলম (২১)।

বুধবার দিবাগত রাতে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের একটি বিশেষ পুলিশ টিম এই অভিযান পরিচালনা করে বেতবুনিয়া বাজার থেকে তাকে আটক করা হয়।

বুধবার সকালে বিষয়টি সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া বাজার এলাকার ৫নং ওয়ার্ডে টমটমগাড়ি চালক শফিক আলম (২১) নামে এক ব্যাক্তি থেকে একটি নাম্বার বিহীন পুরাতন টমটম গাড়ী এবং ১কেজি ৮শ গ্রাম গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক ৯ হাজার টাকা এবং টমটমগাড়ি (পুরাতন) মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা।

তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ বান্দরবান আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর