বিশেষ প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে রেশনের ১শ বস্তা চাউল ট্রাকে করে পাচারকালে এক মজুদদারকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪-এপিবিএন)।
সোমবার ৮ জুন রাত ৮ টানাগাদ উপজেলার রাজাপালং লাম্বাশিয়া বাজারের চৌরাস্তার মোড় এলাকা হতে এসব চাউলসহ তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি বান্দরবান জেলার নাইক্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকার নুর আহম্মদের ছেলে মোহাম্মদ রাসেল বলে জানিয়েছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক নিপু।
তিনি জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র রোহিঙ্গাদের প্রদত্ত রেশনের চাউল গুলো কমদামে কিনে বাহিরে নিয়ে বিক্রি করে আসছে। তার সূত্র ধরে ক্যাম্পে দায়িত্বরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে ট্রাক ভর্তি করে চাউল গুলো ক্যাম্পের বাহিরে নেয়ার সময় দায়িত্বরত পুলিশ ১শ বস্তা রেশনের চাউলসহ ট্রাকটি জব্দ করে।
এসময় কয়েকজন পালিয়ে গেলেও এক জনকে আটক করা হয়। আটক ব্যক্তির কাছে পলাতক ব্যক্তিদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ চলছে।
জিজ্ঞাসাবাদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের পর ধৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেছেন এপিবিএন এর এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-